আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নীলফামারীর ডিসির মানবিক উদ্যোগে খোলা হলো রক্তদানে ‘হিমোগ্লোবিন ডিজিটাল প্ল্যাটফর্ম

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, বিকাল ০৬:১৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শ্লোগানে নীলফামারীতে প্রথমবার রক্তদানে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিন’ খোলা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহে এই প্ল্যাটফর্ম বিশেষ ভুমিকা পালন করবে। 
রবিবার(২৭এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম শিকদার’এর সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে।
এতে জানানো হয় www.hemoglbin-nil.com ওয়েবসাইটে গিয়ে জন্মতারিখ, মোবাইল নাম্বার, পিতা ও মাতার নাম, ব্লাড গ্রুপ উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। 
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মুলত রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা, দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে দেয়া, স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা ও নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি প্রদানের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এই হিমোগ্লোবিন। উদ্বোধনী দিনে শতাধিক ব্যক্তি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানানো হয়। 
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন সময় বলতে প্রতিদিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই রোগীকে বাঁচাতে জরুরী রক্তেন প্রয়োজন। এ জন্য খুঁজতে হয় রক্তদাতাকে। মূলতো এটি থেকে আমি এই উদ্যোগ নিয়েছি। যা নীলফামারী জেলা সহ আশেপাশের মানুষ রক্তের প্রয়োজনে গ্রুপ দেখে আমাদেন ওয়েবসাইডে রক্তদাতাকে সহজেই খুঁজে নিতে পারবেন। এর পাশাপাশি এ বিষয়ে একটি প্রচারপত্র প্রকাশ করেছি। এতে বিস্তারিত বলার চেস্টা করেছি। আশা করি আমার এই উদ্যোগ এলাকাবাসীকে সহায়তা করবে। 
জেলা প্রশাসকের সেই প্রচার পত্রে বলা হয়েছে- ‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ‘হিমোগ্লোবিন’ একটি ডিজিটাল রক্তদান প্ল্যাটফর্ম, যা নীলফামারী জেলার মানুষের জন্য সহজ, দ্রুত ও কার্যকর রক্তসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক, নীলফামারী  মোহাম্মদ নায়িরুজ্জামান মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগ, ঐকান্তিক প্রচেষ্টা ও প্রত্যক্ষ নির্দেশনায় এই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম এ উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য নিয়মিত কাজ করছে। সিভিল সার্জন কার্যালয়, রক্তের গ্রুপ নির্ণয় ও ভলান্টিয়ারদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করছে এবং বাংলাদেশ স্কাউটস, নীলফামারী জেলা এর সদস্যরা ভলান্টিয়ার হিসেবে কাজ করে এ মহতি কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
‘হিমোগ্লোবিন’ জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়ের একটি মানবিক উদ্যোগ, যার লক্ষ্য অত্র অঞ্চলের সকল মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ এবং রক্তদাতা ও গ্রহীতার সম্মিলন ঘটানো। 
ভিশন-একটি সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর রক্তদান নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে সকলের রক্তের গ্রুপ নির্ধারণ ও সম্ভাব্য রক্তদাতাদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।
মিশন-নীলফামারী জেলার মানুষের রক্তের প্রাপ্যতা ও রক্তদান কার্যক্রম সহজ ও দ্রুতগামী করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে রক্তদাতাদের তথ্য সংরক্ষণ থাকবে ও সম্ভাব্য রক্তদাতাদের খুঁজে বের করা যাবে।
লক্ষ্য-নীলফামারী জেলার জনসাধারণের রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা। রক্তের প্রয়োজন হলে দ্রুততম সময়ে উপযুক্ত রক্তদাতা খুঁজে দেওয়া। রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো। প্রযুক্তির সহায়তায় রক্তদানের একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা। রক্তদান সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উৎসাহিত করা। নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি প্রদান।
ওয়েবসাইটের ঠিকানাঃ-www.hemoglbin-nil.com 
বিভিন্ন ক্যাম্পেইন চলাকালে স্কাউটের সদস্যরা ব্লাড গ্রুপিং করে নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, পিতা মাতার নাম, ব্লাড গ্রুপ ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করে সার্ভার এ রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একজন ব্যবহারকারী নিজের মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে ওয়েবসাইটে লগ-ইন করতে পারবেন এবং জরুরী প্রয়োজনের সময় আমাদের ওয়েবসাইটে ব্লাড গ্রুপ উপজেলা, ইউনিয়ন দিয়ে ফিল্টার করে নিকটবর্তী রক্তদাতার সন্ধান করতে পারবেন এবং মোবাইল নম্বর ব্যবহার করে তাদের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করতে পারবেন।
ক্যাম্পেইন ছাড়াও একজন ব্যবহারকারী নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, পিতা মাতার নাম, ব্লাড গ্রুপ ইত্যাদি তথ্য দিয়ে আমাদের সার্ভারে রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে ক্ষেত্রে এডমিনের অনুমোদন পাওয়ার পর তিনি আমাদের সার্ভারে লগইন করতে পারবেন এবং জরুরী প্রয়োজনে সহজেই রক্তদাতার সন্ধান করতে পারবেন। 

মন্তব্য করুন


Link copied