আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করা প্রসঙ্গে যা জানালেন জায়েদ খান

বৃহস্পতিবার, ১ মে ২০২৫, রাত ১০:২২

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। 

এদিকে, সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে―যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন জায়েদ খান। গত ২৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর জ্বালা’ খ্যাত নায়ক জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে অভিনন্দন ও শুভ কামনাও জানিয়েছেন। কেউ বলছেন, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরণী করেছেন। এ নিয়েই উত্তাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়া।

এদিকে এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা গেছে, বিয়ে করেননি। এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠে, সত্যিই কি বিয়ে করেছেন এ অভিনেতা?

‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া নায়ক জায়েদ খান এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বলেন, আমি নিজেও ফেসবুকে দেখেছি, আমি নাকি বিয়ে করেছি। স্ত্রী-সহ দুবাই হানিমুন করব, এমন স্ট্যাটাস দেখছি। আসলে আমি তো বিয়েই করিনি। এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।

এ ছাড়া বিয়ের এমন খবরে বিব্রতও হয়েছেন জায়েদ খান। এ ব্যাপারে তিনি বলেন, বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। কারণ, আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয়। এ জন্য হয়তো আমাকে নিয়ে লিখছে।

প্রসঙ্গত, জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্যদিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও তার  উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।

মন্তব্য করুন


Link copied