আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

পঞ্চগড় সদর বিএনপির সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু

রবিবার, ৪ মে ২০২৫, দুপুর ১০:০৮

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। 
 
শনিবার (৩ মে) রাতে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইটি সাংগঠনিক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছেন। এছাড়া সম্মেলনে দুইটি সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন। 
 
এর আগে, শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। দ্বি বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়। একই সাথে একে অপরের সাথে কুশল বিনিময় করেন সম্মেলনে দলীয় নেতাকর্মীরা।
 
প্রথম অধিবেশনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। 
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
 বিকেলে পঞ্চগড় অডিটোরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের হ্যান্ডবিল হাতে নিয়ে ক্রমিক নম্বর অনুসারে ভোট চাইতে দেখা গেছে। 
 
এর আগে ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মন্তব্য করুন


Link copied