আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা

সোমবার, ৫ মে ২০২৫, রাত ০৯:১৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় গাজীপুরের বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান।

ওসি জানান, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার গাড়িতে মামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এনসিপি কর্মী আল আমিন খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের অনেককে আসামি করা হয়েছে। মামলার এক নম্বর আসামি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন রাব্বিকে।

এছাড়া মামলায় হুকুমের আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। অপর আসামিদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

ওসি শাহীন খান আরও জানান, এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অপরাধীদের ধরতে রবিবার রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। আটকদের মধ্যে ৪৩ জনকে এ ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ির চালকের ভাষ্য মতে, পেছন থেকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। এতে হাসনাত আব্দুল্লাহ ডান হাত রক্তাক্ত জখম হন। হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। রবিবার রাতভর পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে।

মন্তব্য করুন


Link copied