পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ফাঁসিতলা বাজারে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাবুর বাসা থেকে চাল আটক করা হয়। পরে অবৈধ ভাবে মজুদ রাখায় চাল গুলি উদ্ধার ও সাবু মিয়াকে আটক করে থানায় আনা হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাল আটকের ব্যাপারে এজাহার পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।