কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে চরের জীবনমান উন্নয়নে চর মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন ও সমাবেশ এবং সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০মে) বিকাল ৫টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাধের চরে তিস্তা নদীর তীরবর্তী চর মন্ত্রনালয়ের দাবীতে শত শত মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক বিচারক আজিজুর রহমান দুলু, রাজারহাট কমিটির আহবায়ক বাসেত সরকার বিপ্লব।
পরে সন্ধ্যায় স্পার বাধে সংলাপে বক্তব্য রাখেন চর উন্নয়ন জেলা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক, আখেরুজ্জামান, সাবেক সহকারি অধ্যাপক নাজনীন নাহার, রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আ: কুদ্দুস , নয়ন আলী ও রোমান হোসেন প্রমূখ।