শাহ্ আলম শাহী,দিনাজপুর: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দিনাজপুরে বাংলাদেশিকে ৪ জনকে আটক,করেছে বিজিবি।
আজ রবিবার ( ১১ মে) বর্ডার গার্ড বাংলাদেশ- ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর ৩টায় বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ সাব পিলারের কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে ৭ থেকে ৮ মাস পূর্বে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন এবং ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৪ বাংলাদেশিত্রা হলেন- বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আমান উল্লাহর ছেলে আব্দুল কাদের (২৮), বোনগ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগর গ্রামের নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, আটককৃতদের থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।