আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

কথায় কথায় যমুনায় যাই এমন আন্দোলন করতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, সকাল ০৮:২০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: উপদেষ্টা মাহফুজ বলেছেন, যেকোনো যৌক্তিক দাবির বিষয় সরকার কথা বলতে প্রস্তুত। আন্দোলনের নামে কথায় কথায় যমুনায় যাই এ ধরনের আন্দোলন আর করতে দেয়া হবে না। এ বিষয়ে কঠোর হবে সরকার।

তিনি বলেন, যারা আমার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয়, আন্দোনকারীদের মাঝ থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।

বুধবার (১৪ মে)  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে রাত সাড়ে ১০ টার দিকে সাংবাদিকদের এসব বলেন উপদেষ্টা।
 
এর আগে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে হামলার শিকার হোন উপদেষ্টা। তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয়। এরপর সেখান থেকে কথা না বলে তিনি চলে আসেন। বলেন, একটি গোষ্ঠী আক্রমণাত্বক মনোভাব পোষণ করছে।
 
আক্রমণকারীদের বাদ দিয়েই শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলার আহ্বান করেন তিনি।
 
তিন দফা দাবি নিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের দাবিগুলো অযৌক্তিক না, তবে সময় লাগবে। এগুলো দীর্ঘ প্রসেসিং এর একটা বিষয়।’
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, উপদেষ্টা যখন ব্রিফ করেন যখন তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার দায় আমরা কোনো ভাবে নিবো না। এই দায় সরকারকে নিতে হবে। কারণ হিসেবে তারা বলেন দাবি মেনে নিলে আজকে এখানে আমাদের আসতে হতো না।
 
তারা আরো বলেন, আমরা সকাল শিক্ষার্থীর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি আমরা এই জায়গা থেকে ছেড়ে যাবো না। যদি আবারো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এই দায়িত্ব উপদেষ্টাদের নিতে হবে।
 
 এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আন্দোলনে এখনো অনড় অবস্থানে রয়েছে। সরকারের পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাস ভবনের পাশের রাস্তা কাকরাইলে সারা রাত অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। 

মন্তব্য করুন


Link copied