মমিনুল ইসলাম রিপন: হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮ টায় মিডিয়া সেলের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিকেলে রংপুর নগরীর তিলোত্তমা হোটেল থেকে তাদের গ্রেফতার করে আরপিএমপি ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর ২২ নং ওয়ার্ডের বালাপাড়া এলাকার আজিউর রহমানের ছেলে তাইজুর রহমান কনক (৪৪), একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে আফরোজা নাসরীন (৩০), পীরগঞ্জের শানেরহাট রুপকভিলা এলাকার মৃত বেলাল খানের ছেলে রুপক খান (২৬), রংপুর নগরীর পাশারী পাড়ার মৃত হাফিজুল হকের ছেলে মঞ্জু মিয়া (৫২), কুড়িগ্রাম নাগেশ্বরীর দক্ষিণ রামখানা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান মামুন (৩০)
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত ১৪ মে বুধবার বিকেলে রংপুর নগরীর তিলোত্তমা হোটেলে অভিযান পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটনের ডিবি পুলিশ। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে মিডিয়া সেল থেকে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।