আর্কাইভ  রবিবার ● ২৫ মে ২০২৫ ● ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৫ মে ২০২৫

রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

শনিবার, ২৪ মে ২০২৫, রাত ০৮:৩৮

Advertisement

নিউজ ডেস্ক: উদ্বেগ, উৎকন্ঠা ও গুঞ্জনের মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করবেন।

প্রতিনিধিদলে থাকবেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি ও রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। যে কারণে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন


Link copied