আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৫৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা

বুধবার, ২৮ মে ২০২৫, দুপুর ০২:১১

Advertisement

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৫ জন ভারতীয় নাগরিককে অবৈধ ভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
 
মঙ্গলবার ভোর রাতে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয় বলে জানান বিজিবি। 
 
বিজিবি ও সীমান্তবর্তী লোকজন জানায়, জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের পুর্ব আমঝোল সীমান্তে ৯০৭ নং সীমান্ত পিলারের ৪ নং সাব পিলার দিয়ে মঙ্গলবার ভোরে ৮ জন ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগিরককে বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
 
একই সময় আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে ও পাটগ্রাম উপজেলার দুই সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন বিএসএফ। কেউ কেউ পালিয়ে গেলেও অধিকাংশদের সীমান্তবর্তী লোকজনের সহযোগিতায় আটক করে বিজিবি। পালিয়ে যাওয়াদের আটকের চেষ্টা চলছে।
 
পুশইন করা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই জন্মসুত্রে ভারতীয় নাগরিক। তাদের ভারতের আসাম থেকে কয়েক দিন আগে আটক করে ভারতীয় পুলিশ। আটক হওয়ার ভারতীয় ৫৫ জন নাগরিক বর্তমানে সীমান্তে শুন্যরেখায় অবস্থান করছেন। তাদের ঘিরে রেখেছে বিজিবি ও বিএসএফ।
 
এদিকে জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদ এলাকায় দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রাম পুলিশ। পরে তাদের হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
লালমনিরহাট বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মেহেদী ঈমাম জানান, বিএসএফ পুশইনে ব্যর্থ হয়েছে। ওইসব লোকজন এখন সীমান্তের শুন্য রেখায় রয়েছে। এ নিয়ে ভারতীয় বিএসএফ’র সাথে কথা চলছে। দফায় দফায় পতাকা বৈঠক হচ্ছে।

মন্তব্য করুন


Link copied