আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫ ● ৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
ওপরে সিঙ্গাপুর নিচে আব্দুল্লাহপুর

ওপরে সিঙ্গাপুর নিচে আব্দুল্লাহপুর

গভীর খাদে ব্যাংক খাত

গভীর খাদে ব্যাংক খাত

আজিজ খান-ফারুক খান ভাইবেরাদারের অর্থ পাচার

বিদ্যুৎ খাতে মাফিয়া লুটেরা
আজিজ খান-ফারুক খান ভাইবেরাদারের অর্থ পাচার

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের জীবনযাত্রা যেমন চলছে

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের জীবনযাত্রা যেমন চলছে

কুড়িগ্রামে লঘুচাপের প্রভাবে দিনভর দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি, জনর্দূভোগ

শুক্রবার, ৩০ মে ২০২৫, বিকাল ০৫:৫০

Advertisement Advertisement

 কুড়িগ্রাম প্রতিনিধি:  বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কুড়িগ্রামে গত বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে হঠাৎ এমন আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।


বৃষ্টির কারণে শহরের ব্যস্ত সড়কগুলো হয়ে পড়েছে ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হয়েছে তারা ছাতা ও রেইনকোট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে। তবে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক ভাবে কম।


বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও ব্যবসায়ীরা। শুক্রবার(৩০মে) সকাল ১১টায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক অটো রিকশাচালক অলস বসে সময় কাটাচ্ছেন।অটো রিকশাচালক হালিম (২৬) বলেন, সকালে বের হইছি অটো রিকশা নিয়ে, কিন্তু যাত্রী নাই। বৃষ্টি আর ঠান্ডা বাতাসে কেউ রাস্তায় বের হচ্ছে না। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র একটা ভাড়া পেয়েছি। কিস্তির চাপে বাধ্য হয়ে বৃষ্টির দিনেও রাস্তায় নামছি।


কাপড় বিক্রেতা মাঈদুল ইসলাম বলেন, এই রকম আবহাওয়ায় ক্রেতা আসে না বললেই চলে। বৃষ্টির কারণে দোকান খুলেও বসে থাকতে হচ্ছে। সকাল থেকে বিক্রি করতে পারিনি। কষ্টের মধ্যে আছি। কর্মচারীর বেতন দিতে পারবো না।


প্রেসক্লাব রাজারহাট এর পাশের চা বিক্রেতা  রুবেল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দোকানে কেনা-বেচা খুবই কম। তবু দোকান খুলে বসে থাকি, যদি কিছু বেচা যায়।


এদিকে শহরের নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও পানি জমে গেছে। কাদা ও ভেজা রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।


কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার(৩০মে) দুপুর ১২টা পর্যন্ত ৩৩দশমিক ৩ডিগ্রী মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপ কমে গেলে আবহাওয়ার উন্নতি হবে।

মন্তব্য করুন


Link copied