আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ফেসবুকে সকল ভিডিও এবার রিলস হিসেবে গণ্য হবে

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, রাত ০৯:৩৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ফেসবুকে ভিডিও কনটেন্ট সম্পর্কিত বড় এক পরিবর্তন আসতে চলেছে। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে শেয়ার হওয়া সকল নতুন ভিডিও অচিরেই রিলস হিসেবে বিবেচিত হবে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস আসন্ন নতুন এই আপডেট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে, ভিডিও’র ক্ষেত্রে এবার থেকে ফেসবুকে দৈর্ঘ্য ও ফরম্যাট সম্পর্কিত কোনো বিধিনিষেধ বা সীমাবদ্ধতা থাকবে না। এর ফলে ছোট (শর্ট), লম্বা (লং) ও লাইভ- সকল প্রকার ভিডিও কনটেন্টই ফেসবুক রিলসের অন্তর্ভুক্ত হবে। 

 

নতুন এই আপডেটের মাধ্যমে ফেসবুকে ভিজ্যুয়াল কনটেন্ট প্রকাশের প্রক্রিয়াটি আগের তুলনায় আরও সহজ হতে যাচ্ছে। মেটা এও জানিয়েছে, নতুন আপডেটে বর্তমান ভিডিও ট্যাবটির নাম পরিবর্তন করে রাখা হবে রিলস ট্যাব। এই ট্যাবের অধীনেই সকল ভিডিও কনটেন্ট পাওয়া যাবে। 

 

অর্থাৎ, নতুন আপডেট আসার পর ফেসবুকে ভিডিও কনটেন্ট মাত্রই রিলস হিসেবে শ্রেণীবদ্ধ হবে বা ক্ল্যাসিফায়েড হবে। তবে পুরোনো ভিডিওগুলো আগের মতোই থাকবে। কেবলমাত্র নতুন পোস্ট করা ভিডিও’র ক্ষেত্রেই প্রযোজ্য হবে আসন্ন এই আপডেট।

ফেসবুকের নতুন এই আপডেটের অংশ হিসেবে বেশ কয়েকটি উদ্ভাবনী (ক্রিয়েটিভ) টুলও পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। এছাড়া আপডেটটি যুক্ত হওয়ার পর ব্যবহারকারীদেরকে তাঁদের অডিয়েন্স সেটিং নিশ্চিত করতে বলা হবে। অর্থাৎ, একটি ভিডিও ফেসবুকে কাদের সাথে শেয়ার করতে চাইছেন তা ব্যবহারকারীকে নির্বাচন করে দিতে হবে। 

 

উল্লেখ্য, ফেসবুকের অডিয়েন্স সেটিংয়ে ‘পাবলিক’, ‘ফলোয়ারস অনলি’, ‘ক্লোজ ফ্রেন্ড’-এর মতো বেশ কিছু অপশন রয়েছে। ফিড পোস্ট ও রিলসের জন্য আগে থেকে একই অডিয়েন্স সেট করা থাকলে ব্যবহারকারী চাইলে তা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন অডিয়েন্স সেট করে দিতে পারেন। 

আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা সকল ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে যুক্ত হতে যাচ্ছে ভিজ্যুয়াল কনটেন্ট সম্পর্কিত নতুন এই আপডেট। এমনটাই জানিয়েছেন মেটা।

তথ্যসূত্র: মেটা, রয়টার্স

মন্তব্য করুন


Link copied