আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ঐক্যমত্য কমিশনে মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে : আসাদুজ্জামান র

রবিবার, ২২ জুন ২০২৫, রাত ০১:৩৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ইতোমধ্যে দশটি মাস পার হয়ে গিয়েছে। মানুষের মধ্যে সংস্কারের যেই আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছেনা। সংস্কার অত্যন্ত ধীর গতিতে আলোচনা হচ্ছে। মতৈক্য কমিশন মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে। 

শনিবার (২১ জুন) বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন একথা বলেন। 

তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি মতৈক্য কমিশনের মিটিংগুলোতে হৈচৈ হচ্ছে। সেখানে বিভ্রান্তি হচ্ছে। বয়কট হচ্ছে। মতৈক্য কমিশন তাদের এজেন্ডার বাইরে অনেকগুলো এজেন্ডা নিয়েছে। এতোগুলা এজেন্ডা বাস্তবায়নের কাজ ওই কমিশনের নয়।  তিনি বলেন, দেশে একটি পরিবর্তন হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবেনা। তিনি প্রশ্ন রেখে বলেন, মানুষ কতো রক্ত দিবে আর? মানুষ কতো পঙ্গুত্ব বরণ করবে আর? মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত, মুষ্টিমেয় কিছু লোভী মানুষের জন্য এই সুযোগ বারবার হাতছাড়া হয়ে গেছে।

দলের নতুন সদস্যভুক্তির বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, যে যাই বলুক না কেনো আওয়ামী লীগ আর ফিরে আসবেনা। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যেনো দলে অনুপ্রবেশের সুযোগ না পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে নতুন প্রজন্মের হাজার হাজার তরুণ রয়েছে যারা কোন দলমত করেনা। এদের যদি বিএনপিতে অন্তর্ভুক্ত করা যায় তাহলে প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির অবস্থান আরো বেশি সমৃদ্ধ হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, শরিয়তপুর জেলা বিএনপির সরদার একেএম নাসিরুদ্দিন কালু, রাজবাড়ী জেলা বিএনপির অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন। সভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied