আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

ইতিহাসের ভুল ধরলেই জামায়াত-শিবির ট্যাগ জোটে: সারজিস

রবিবার, ২২ জুন ২০২৫, রাত ০১:৪১

Advertisement

নিউজ ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাস চর্চায় এখনো ব্যক্তিকেন্দ্রিকতা এবং দলকেন্দ্রিক মানসিকতা প্রবলভাবে বিরাজ করছে। তার মতে, ইতিহাসের ভুল বা সীমাবদ্ধতা তুলে ধরলেই সমালোচকের উপর ‘জামায়াত-শিবির’, ‘রাজাকার’ কিংবা ‘দেশবিরোধী’ ট্যাগ আরোপ করা হয়।

শনিবার (২১ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে  এসব মন্তব্য করেন। 

সারজিস আলম বলেন, ‘১৯৪৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের বিশ্লেষণ করার মতো সুযোগ এক সময় ছিল না, এখন সেই সুযোগ এসেছে। এখন সময় হয়েছে নিরপেক্ষভাবে ইতিহাস বিশ্লেষণ করার।’

তিনি অভিযোগ করেন, ‘কোনো ব্যক্তি বা দলের সমালোচনা করা গেলেও কিছু ব্যক্তি নিয়ে কথা বললে নানা ধরনের ট্যাগ দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। কেউ কেউ ফেরেশতার মর্যাদা পাচ্ছেন, অথচ ইতিহাসে প্রত্যেকেরই সীমাবদ্ধতা ছিল।’

তার মতে, ইতিহাসের প্রকৃত মূল্যায়নের জন্য প্রয়োজন বিষয়ভিত্তিক গবেষণা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, ‘যারা ইতিহাস নিয়ে কাজ করেন, তাদের উচিত ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা। জনগণই বিচার করবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়।’

সারজিস আরও বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, শেরেবাংলা, শেখ মুজিব, তাজউদ্দীন আহমেদ, জিয়াউর রহমান এদের সবার অবদান তুলে ধরতে হবে। একইসঙ্গে তাদের সীমাবদ্ধতাগুলোও স্বচ্ছভাবে আলোচনা করতে হবে।’

তার মতে, কাউকে ‘ফেরেশতা’ বানানো বা কাউকে পুরোপুরি ‘অদৃশ্য’ করে দেওয়ার সংস্কৃতি ইতিহাস বিকৃতির নামান্তর। ইতিহাসকে ইতিহাসের মতো থাকতে দিতে হবে।

মন্তব্য করুন


Link copied