আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

যুদ্ধবিরতির মাঝেও হামলা

ইসরায়েল : ইরান বিরতি লঙ্ঘন করেছে, এবার কাঁপবে তেহরান : দুই মন্ত্রীর হুঁশিয়ারি

বুধবার, ২৫ জুন ২০২৫, রাত ১২:৫৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: মধ্যরাতে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার একের পর এক অভিযোগে আশঙ্কায় যোগ হয়েছে নতুন মাত্রা। এর আগে রবিবার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের এ মার্কিন হামলার জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টা পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানসহ বিশ্বের বেশির ভাগ দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় একটা বিপদ থেকে রক্ষা পায়। সুখবরের পরও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ইরানের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় ৯ ব্যক্তি নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আরও চারটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। গিলানের গভর্নরের কার্যালয় জানিয়েছে, আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে ‘সন্ত্রাসী’ হামলায় ৩৩ জন আহত হয়েছে। খবর বিবিসির।

ইরানি গণমাধ্যম দাবি করছে, এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। গিলানের ডেপুটি গভর্নর বলেছেন, হতাহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী ও শিশু রয়েছে। কিছু গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকীও রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীও রাতের বেলায় একজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার কথা উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ইসরায়েলি সরকার। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি লঙ্ঘন করে হামলার এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি। গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই চুক্তিতে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে কাতারের সহায়তা নেন তিনি। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইসরায়েল, বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন, তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই, এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন।’

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই গতকাল ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দা এবং ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। আইআরজিসি অনুমোদিত সংবাদ সংস্থা ফারস আরও জানিয়েছে, রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত মাজানদারান প্রদেশের বাবোলসার শহরে বিস্ফোরণ ঘটেছে। এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এবং আইএসএনএ বলছে, এ ঘটনায় যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করা হয়েছে। কারণ মাজানদারানের বাবোল এবং বাবোলসার শহরে বিস্ফোরণ ঘটেছে, যেখানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভিও বাবোলসারে বিস্ফোরণের কথা জানিয়েছে। মাজানদারানের গভর্নরের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেছেন যে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের সংবাদমাধ্যম নুর নিউজ এ কথা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলে। তিনি আরও বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে।

মন্তব্য করুন


Link copied