আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

৬ বছরের সংসার ভাঙলো কনার

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, দুপুর ১২:২৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  প্রায় ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘদিনের সঙ্গী মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে গত ১৬ জুন। বিষয়টি নিশ্চিত করেছেন কনা নিজেই।

বুধবার (২৫ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বিচ্ছেদের খবর সামনে আনেন কনা। 

সেই স্ট্যাটাসে তিনি লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং  গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

এরপর তিনি লিখেছেন, এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব।

জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এরপর কনা বলেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।  তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা।

মন্তব্য করুন


Link copied