আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে না গিয়ে মনু মিয়ার জানাজায় গেলেন খায়রুল বাসার

শনিবার, ২৮ জুন ২০২৫, রাত ১০:২০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:বিনা পারিশ্রমিকে জীবনের প্রায় অর্ধশত বছর কবর খোঁড়া কিশোরগঞ্জের ইটনার সেই মনু মিয়া (৬৭) মারা গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে মানবসেবা করে গেছেন মনু মিয়া। বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।

কোথাও কখনো কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন তিনি। তবে চলতি বছরের মে মাসে কিছু দুষ্কৃতকারী মনু মিয়ার সেই লাল ঘোড়াটিকে মেরে ফেলে। 

এরপরই ঘোড়ার শোকে অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্মম সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে বেশ আলোচনার সৃষ্টি করে। যা চোখে পড়ে অভিনেতা খায়রুল বাসারের। 

মনু মিয়ার সঙ্গে দেখা করতে সেসময় হাসপাতালে ছুটে যান তিনি। তাকে একটি ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে মনু মিয়া সেই প্রস্তাব বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দেন।

‘আল্লাহ নিশ্চয়ই তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন’

এরপর থেকেই মনু মিয়ার প্রতি এক ধরণের ভালোবাসা ও শ্রদ্ধার সৃষ্টি হয় অভিনেতা খায়রুল বাসারের। শনিবার (২৮ জুন) সকালে মনু মিয়ার মৃত্যুর খবর স্বাভাবিকভাবেই শোকাহত করেছে এই অভিনেতাকে।

যে কারণে আজ সন্ধ্যায় রাজধানীর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগদান করার কথা থাকলেও সেটি বাতিল করেই মনু মিয়াকে শেষ বিদায় জানাতে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই। জানা গেছে, সেই অনুষ্ঠানে নাট্য অভিনেতার পুরস্কার পাওয়ার কথা ছিলো খায়রুল বাসারের। তবে তিনি সেখানে আর যাননি। 

এদিকে মনু মিয়ার মৃত্যুতে তার স্বজনেরা বলেন, কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার। ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হন তিনি। গত ১৪ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতাবোধ করলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে যান।

স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী নন, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি।

মন্তব্য করুন


Link copied