আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫ ● ১৯ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
ইরানে স্টারলিংক নিষিদ্ধ, ইসরায়েল-সহযোগীদের জন্য মৃত্যুদণ্ড

পার্লামেন্টে নিরাপত্তা আইন পাস
ইরানে স্টারলিংক নিষিদ্ধ, ইসরায়েল-সহযোগীদের জন্য মৃত্যুদণ্ড

ইরান কি এবার পারমাণবিক বোমা বানাবেই? জনতার চাপ তুঙ্গে!

ইরান কি এবার পারমাণবিক বোমা বানাবেই? জনতার চাপ তুঙ্গে!

ইরানে শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজায় মানুষের ঢল

ইরানে শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজায় মানুষের ঢল

গাজায় একদিনে প্রাণ গেল ৭২ জনের, মোট নিহত ছাড়াল ৫৬ হাজার ৩০০

ইসরায়েলের হামলা
গাজায় একদিনে প্রাণ গেল ৭২ জনের, মোট নিহত ছাড়াল ৫৬ হাজার ৩০০

শিগগিরই দেশের মাটিতে ফেরার প্রত্যাশা তারেক রহমানের

বুধবার, ২ জুলাই ২০২৫, বিকাল ০৭:৪৬

Ad

নিউজ ডেস্ক:  শিগগিরই দেশের মাটিতে ফিরবেন, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। 

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন করলো বিএনপি। যেখানে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করলেন এক হাজার ৫১১ জন কাউন্সিলর।

এসময় বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক জানিয়ে নেতাকর্মীদের সহনশীলতার পরিচয় দেওয়ার আহবান জানান তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলার পাশাপাশি ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। 

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে সাড়ে ১২ কোটি ভোটারের মত প্রকাশ নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। 

যখনই গণতন্ত্র হুমকিতে পরেছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হয়, তাহলে বিএনপিকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মতপার্থক্য থাকলেও নেতাকর্মীদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। ভিন্নমতকে সম্মান দিতে হবে, শুনতে হবে, বসতে হবে তাদের সঙ্গে। সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে।

সংস্কারে প্রস্তাব বিএনপিই আগে দিয়েছে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তারপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও বিএনপি অনেক ছাড় দিয়েছে। 

গণতন্ত্রের জন্যই বিএনপি ছাড় উল্লেখ করে তিনি বলেন, অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি, যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।

আওয়ামী লীগের আজকের এই পরিণতি মানুষের প্রত্যাশা পূরণ না করা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মূল দায়িত্ব হবে মানুষের প্রত্যাশা পূরণ করা। 

দলের একজনের অপকর্ম পুরো দলকে ভোগ করতে হবে, তাই সবার প্রতি আহবান, এমন কিছু না করি যাতে মানুষ বিএনপির ওপর বিরক্ত হয়, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

এসময় দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করুন, আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।

মন্তব্য করুন


Link copied