আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

গাইবান্ধায় প্রণোদনা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে, আশা কৃষি অফিসের

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, দুপুর ০৩:১৯

Ad

গাইবান্ধা প্রতিনিধি: চলতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি শুরু করেছে গাইবান্ধা সদর কৃষি সম্প্রসারণ অধিদফতর। প্রণোদনার এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। এতে কৃষকরা কৃষিতে উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ হবে, আশা কৃষি অফিসের।

সদর কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, উন্নত জাতের ধান, পেঁয়াজ, হাইব্রিড মরিচ, শাক-সবজিসহ নারিকেল, তাল, আম গাছের চারা, বিভিন্ন ধরনের প্রনোদনা হিসেবে বিতরন করা হচ্ছে।

প্রণোদনা নিতে আসা একাধিক কৃষক জানান, এই প্রণোদনা কার্যক্রম কৃষকদের মধ্যে নতুন করে আশা তৈরি করেছে। তারা মনে করেন, এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। একই সাথে, এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসেন জানান, ইতোমধ্যে বিভিন্ন ধরনের বীজ, সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে। প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঠ পর্যায়ে গিয়ে চিহ্নিত করে প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সরকার নির্দেশনা দিয়েছে, কোন জমি যেন পতিত না থাকে এবং খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। 

মাঠ পর্যায়ে উপসকারর কৃষি কর্মকর্তারা কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। এই প্রণোদনা কর্মসূচিতে বীজ ও সার বিতরণ সুষ্ঠুভাবে স¤পন্ন হচ্ছে, এ বারে প্রণোদনার পরিমাণও বাড়ানো হয়েছে। সরবরাহ করা হচ্ছে উন্নত জাত, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করতে সাহায্য করবে।

মন্তব্য করুন


Link copied