আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

দুর্গাপূজায় বড়পর্দায় আসছে পিয়া জান্নাতুলের ‘রঙবাজার’

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ০৮:১৪

Advertisement

নিউজ ডেস্ক:  আবারও রুপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘রঙবাজার’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পিয়া। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, ‘রঙবাজার’ একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে একটি ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই উচ্ছেদ হওয়ার বাস্তব ঘটনাকে ঘিরে। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।

বিরতির পর ‘রঙবাজার’ মুক্তি নিয়ে উচ্ছ্বসিত পিয়া জান্নাতুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিরতির পর বড়পর্দায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটি দারুণ আনন্দের। ছবিটির কাজ বেশ আগেই শেষ হয়েছে- তবে বিভিন্ন কারণে মুক্তি পিছিয়ে গেলেও এবার দর্শকদের কথা মাথায় রেখে একটা উৎসবে ঘিরে ছবিটি মুক্তি পাচ্ছে। বিশেষভাবে বলতে হয় ‘রঙবাজার’ গতানুগতিক ধারার বাইরের একটি ছবি— আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।

বর্তমান ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন, মালয়েশিয়ায় একটি অ্যাওয়ার্ড শো শেষে সদ্যই দেশে ফিরেছি। এখন আমার সময় বেশি যায় আদালত, ব্যবসা এবং পরিবার নিয়ে। তবে শত ব্যস্ততা থাকলেও মিডিয়ায় কাজের জন্য আলাদা সময় হাতে রাখতেই হয়। তবে আমি গড়পড়তা কাজে বিশ্বাসী নই, সবসময়ই চাইবো কিছু সিলেক্টিভ কাজ করে যেতে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ প্রমুখ। নির্মাতা রাশিদ পলাশ বলেন, সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি, পূজার আনন্দকে আরো বাড়িয়ে তুলবে আমাদের ছবিটি।

মন্তব্য করুন


Link copied