নিউজ ডেস্ক: জুলাই যোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি বিভ্রান্তিকর ভিডিওর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, ভিডিওটি আসলে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই যোদ্ধার সঙ্গে জড়িয়ে প্রচার করা হচ্ছে।
এক বিবৃতিতে বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেনাবাহিনী এক জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বলে দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়। কিন্তু যাচাই করে দেখা যায়, ভিডিওটি কোন জুলাই যোদ্ধার নয়। এটি আসলে আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের।
অনুসন্ধান টিম আরও জানায়, ভিডিওতে থাকা ‘নাগরিক টিভি’-র লোগো থেকে যাচাই করে তাদের ইউটিউব চ্যানেলে গত ১৫ জুন প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। সেখানে দেখা যায়, ঘটনার দিন সাতক্ষীরায় রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায় এবং অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করে।
পরবর্তীকালে দেশের একাধিক গণমাধ্যমেও একই ঘটনার খবর প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়। অভিযান থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, সাবেক এমপির বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ভিডিওকে জুলাই যোদ্ধার ঘটনা বলে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্যের বিরুদ্ধে লড়াই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে বাংলাফ্যাক্ট।