আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত দুই

সোমবার, ৭ জুলাই ২০২৫, দুপুর ০৩:০২

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সহ দুইজন। সোমবার সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের বোয়ালিমারী এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মতিয়ার রহমানের বাড়ি উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা এলাকায়। তিনি মরগেন চা কারখানায় শ্রমিকের কাজ করতেন।

আহতরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকার অমূল্য রায় (৫২) ও সদর উপজেলার মাগুরা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আব্দুল্লাহ (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মরগেন চা কারখানায় কাজে যোগ দিতে বাসা সাইকেল যোগে বের হয়েছিলেন মতিয়ার রহমান। এসময় তিনি মরগেন চা কারখানার সামনে আসলে পঞ্চগড় থেকে তেতুলিয়া গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। এসময় মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আহত হন তিনি। এছাড়া মোটরসাইকেল আরোহী দুইজনও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী মন্ডল।

এছাড়া আহত মোটরসাইকেল চালক সহ আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সাইকেল জব্দ করেছে সদর থানা পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন অভিযোগ পেলে পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied