আর্কাইভ  বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ● ১ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৬ জুলাই ২০২৫
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

ফিরে দেখা জুলাই বিপ্লব
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

ফিরে দেখা জুলাই বিপ্লব
জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

রংপুরে কাঁচা মরিচের কেজি ২২০ টাকা

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, বিকাল ০৭:৩৬

Advertisement

নিজস্ব প্রতিবেদক: সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। গত দুই দিনের ব্যবধানে কেজিতে অন্তত ১০০ টাকা বেড়েছে।

রংপুরে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।  

ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়া মরিচের গাছ মরে গেছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।  বৃহস্পতিবার  রংপুর শহরের সিটি বাজার, সাতমাথা বাজার, স্টেশন বাজার, লালবাগ হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র।  

এসব বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন। যারা বিক্রি করছেনও, তারা অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে রংপুর সিটি পাইকারি বাজার থেকে সংগ্রহ করেছেন।

লালবাগ হাটের তরকারি বিক্রেতা মনির হোসেন বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা  ১০০০ থেকে থেকে ১১০০  টাকা এরপর যাতায়াত খরচ তো রয়েছে। প্রতিদিন পাঁচ কেজি মরিচ আনলেও আজ ২ কেজি মরিচ এনেছি। শুধু অন্যান্য তরকারি বিক্রি করতে কাঁচা মরিচ কিনেছি।

দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ১০০ টাকা বেড়েছে বলে জানান স্টেশন  বাজারের তরকারি বিক্রেতা আবু বক্কর মিয়া। তিনি বলেন, দুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ১৬০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

এদিকে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। ক্রেতারা বলছেন, দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না।

মন্তব্য করুন


Link copied