বিনোদন ডেস্ক: নবীন অভিনয়শিল্পী শায়লা সুলতানা সাথী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। নিয়মিত অভিনয় করছেন টিভিনাটকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন নাটক ‘মাটির মেয়ে’। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছিল নাটকটি। আর্থিক সজীবের পরিচালনায় সংবেদনশীল গল্পের এ নাটক দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে। অভিনয় ও নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে।
উত্তর বাংলা ডটকম: কেমন আছেন?
শায়লা সাথী: খুব ভালো আছি।
শায়লা সুলতানা সাথী। ছবি: শিল্পীর ফেসবুক
উত্তর বাংলা ডটকম: এখন কী কাজ করছেন?
শায়লা সাথী: সামনে একটা ওয়েব সিরিজ আছে, ‘স্কুল গ্যাং’ সিজন থ্রি, ওটার প্রিপারেশন নিচ্ছি। আর একটা নতুন কাজ করলাম। একটা পারিবারিক গল্প। ওটার নাম এখনো সিলেক্ট হয়নি। ‘মাটি মেয়ের’ মতোই স্নিগ্ধ গল্প নাটকটির।
উত্তর বাংলা ডটকম: ‘মাটির মেয়ে’ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন?
শায়লা সাথী: আমার আব্বু-আম্মু নাটকটা দেখে কান্না করেছে। আব্বু বলছে, আমি বেশ পারফর্ম করেছি। আম্মুও একই কথা বলেছে। আবার অনেক রিলেটিভের ফোন এসেছে, তারাও কান্না করেছে। নাটক দেখে অডিয়েন্স তো কমেন্টে আমাকে বলছেই … আমি এমন অনেক কমেন্ট দেখেছি যে, নাটকটাতে আমি পুরস্কার ডিজার্ভ করি। অনেকে কমেন্ট করেছে, এই নাটকের জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হোক। ক্রেজি ফ্যানরা এ রকম কমেন্ট করেছে। আমি বেশ এনজয় করেছি।
শায়লা সুলতানা সাথী। ছবি: শিল্পীর ফেসবুক
উত্তর বাংলা ডটকম: অনেকে তো নাটক থেকে সিনেমায় কাজ করছে। আপনি কি সিনেমায় কাজের অফার পাচ্ছেন?
শায়লা সাথী: না, কোনো সিনেমা নিয়ে কথা হচ্ছে না। তবে আরও দুই-তিন বছর আগে দুই-চারটা সিনেমায় কাজের অফার এসেছিল। তখন কাজ করিনি, বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। তখন আমি নিজেকে সিনেমার জন্য প্রিপেয়ার মনে করতাম না। তবে এখন যদি হয়, কেউ সিনেমার অফার নিয়ে আসে, করবো। কয়েক বছর কাজের মধ্যেদিয়ে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হয়েছে। এখন পরিচালকরা যেভাবে বলবেন, সেভাবে অভিনয় করতে পারবো।
উত্তর বাংলা ডটকম: মিডিয়ায় আপনার যাত্রা শুরু হলো কীভাবে?
শায়লা সাথী: যেহেতু থিয়েটারে পড়াশোনা করছি, আমার অ্যাক্টিভিটিস ফেসবুকে শেয়ার করতাম। একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করলো। তারা আমার সঙ্গে দেখা করে, কাজের প্রস্তুাব দেয়। আমি রাজি হয়ে যাই। দেখতে চেয়েছিলাম যে, নতুন অবস্থায় আমি কতটুকু পারি। এভাবেই নাটক করা শুরু হয়।
শায়লা সুলতানা সাথী। ছবি: শিল্পীর ফেসবুক
উত্তর বাংলা ডটকম: ছোটবেলায় কোথায় কেটেছে?
শায়লা সাথী: আমার দেশের বাড়ি নড়াইলে। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়েছি। সেখানে ছোটবেলা কেটেছে। তারপর তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।
উত্তর বাংলা ডটকম: দেশ-বিদেশের কাদের নাটক-সিনেমা দেখেন?
শায়লা সাথী: যখন যেটা সামনে আসে, তখন সেটা দেখি। সিরিজের ক্ষেত্রে বেশি দেখি বিদেশিগুলো। বিশেষ করে পাকিস্তানি সিরিজ বেশি দেখি। বাংলা নাটক প্রচুর দেখি। নির্দিষ্ট কোনো আর্টিস্টের কাজ দেখি তা না।
উত্তর বাংলা ডটকম: ভবিষ্যতে কার সঙ্গে অভিনয় করতে চান?
শায়লা সাথী: এখন যারা ভালো করছেন, সিনিয়র-জুনিয়র, সবার সঙ্গে কাজ করতে চাই। যারা কাজ করে অলরেডি জায়গা করে নিয়েছেন, যদি সৌভাগ্য হয়, তাদের সঙ্গে কাজ করতে চাই। আমি আসলে সবার সঙ্গে কাজ করতে চাই। আমি আমার জায়গা থেকে ভালো কাজ করতে চাই, সেটা যার সঙ্গেই হোক।
উত্তর বাংলা ডটকম: ভবিষ্যতে কোথায় থিতু হবেন, টিভিনাটক নাকি সিনেমায়?
শায়লা সাথী: সবারই তো স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। স্বপ্ন ছুঁয়ে দেখতে পারবো কি না, জানি না।