আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা

বিক্ষোভে উত্তাল সারাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজ

শনিবার, ১২ জুলাই ২০২৫, রাত ০১:৪৩

Advertisement

ক্যাম্পাস ডেস্ক: রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস।

শুক্রবার (১১ জুলাই) রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা। উত্তর বাংলা ডটকমের  ক্যাম্পাস প্রতিবেদকদের পাঠানো খবর-

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এরমধ্যে রাত ৯টায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেন।

মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে যায়। পরে আবার তাঁতিবাজার ও রায়সাহেব বাজার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল

অপরদিকে রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এ ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

jagonews24

ঢাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান বলেন, মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি দেখে আমরা মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিত। আমরা বার বার বলে এসেছিলাম যে, বাংলাদেশে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সে যদি দলের হয়, তাহলে সে দলীয় সন্ত্রাসী, সে যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে তাহলে ব্যক্তিগত অন্যায়।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব-নীলক্ষেতে মিছিল

এছাড়া ঢাকা কলেজেও বিক্ষোভ হয়েছে। এসময় শিক্ষার্থীরা রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি ও ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দেন। রাত সাড়ে ৯টায় ঢাকা কলেজের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর সাইন্সল্যাব থেকে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল হয়। এরপর মিছিলটি সোহরাওয়ার্দী মোড় হয়ে আলাওল এবং এএফ রহমান হলের সামনে দিয়ে আবারো জিরো পয়েন্টে এসে বক্তৃতার মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

jagonews24

শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। দেশের ছাত্রসমাজ বিএনপি ও তাদর অঙ্গ সংগঠনের অপকর্মকে আর সহ্য করবে না। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমরা দেখতে পেরেছি একটা দল গত ১০ মাসে ১০০ খুন করেছে। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আমরা যে উদ্দেশ্য নিয়ে জুলাইয়ে আন্দোলন করেছি তা বৃথা যেতে দেবো না। নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে, চাঁদাবাজদের ঠিকানা বাংলাদেশে হবে না।

গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এবং খুনিদের ঠিকানা হবে না।

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইলেও এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় তারা ‘পাথর মেরে করে খুন, যুবদলের অনেক গুন’, ‘আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠিকানা এই বাংলা হবে না’-এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম, তুষার, রিদয়, তামিম, শুভ, সাব্বির প্রমুখ।

রংপুর কারমাইকেল

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা লালবাগ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বলেন, কোনো রাজনৈতিক দলকেই দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না, তৈরি হতে দেওয়া হবে না কোনো ফ্যাসিবাদও। আন্দোলনকারীরা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজি মেনে নেওয়া যায় না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা বলেন, কোনো রাজনৈতিক দলকেই দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না, তৈরি হতে দেওয়া হবে না কোনো ফ্যাসিবাদও। আন্দোলনকারীরা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজি মেনে নেওয়া যায় না।

বরিশাল বিশ্ববিদ্যালয়

এ ছাড়াও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেরে বাংলা হল থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সুশৃঙ্খলভাবে দেশ গঠনের চেষ্টা চললেও বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কাচারি এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন পর্যায়ের ছাত্র-জনতা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১১ জুলাই) রাতে প্রথমে সাধারণ শিক্ষার্থীরা এবং পরবর্তীতে রাত সাড়ে ১০টায় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পার্কের মোড় প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শিক্ষার্থী রহমত আলী। তিনি বলেন, “চাঁদা না দেওয়ায় একজন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের অভ্যন্তরে যেভাবে চাঁদাবাজির সংস্কৃতি তৈরি হয়েছে, তা এখনই বন্ধ না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।”

তিনি আরও বলেন, “শুধু একজনকে বহিষ্কার করেই দায়সারা করা যাবে না। যারা দলীয় প্রভাবে চাঁদাবাজি ও সহিংসতায় জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”

 

মন্তব্য করুন


Link copied