আর্কাইভ  রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৩০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রেমিকের আশ্বাসে কাঁটাতারের বেড়া পেরিয়ে এলেও বিয়ে না করেই ফেরত যেতে হলো ভারতীয় তরণীকে

প্রেমিকের আশ্বাসে কাঁটাতারের বেড়া পেরিয়ে এলেও বিয়ে না করেই ফেরত যেতে হলো ভারতীয় তরণীকে

২৫ পদের ২০টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু

জাকসুও শিবিরের দখলে
২৫ পদের ২০টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু

নো ওয়েজ বোর্ড নো মিডিয়ার সঙ্গে একমত

নো ওয়েজ বোর্ড নো মিডিয়ার সঙ্গে একমত

জাকসু নির্বাচনেও জয়জয়কার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

জাকসু নির্বাচনেও জয়জয়কার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

সৈয়দপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড

রবিবার, ১৩ জুলাই ২০২৫, রাত ০৮:৪৬

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বন্ধ কার্যালয় কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার(১৩ জুলাই) বিকাল ৩টার দিকে ওই অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে চেয়ারম্যানের কক্ষে থাকা এসি, এলইডি টিভি, ইন্টেরিয়র ডিজাইনের (অন্দর সজ্জা) লাইট, বৈদ্যুতিক ফ্যান পুড়ে যায়। 

জানা যায়, ঘটনার সময় প্রতিদিনের মতো অফিসে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছিলেন। এসময় বিকাল ৩টার দিকে হঠাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে ঘোঁয়া বের হতে দেখে কার্যালয়ের চত্বরে থাকা লোকজন চিৎকার করতে থাকে। তাৎক্ষনিক সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সিএ রানা বাগচী, অফিস সহায়ক মো. তহুরুল ইসলাম রনি ও উপজেলা পরিষদ কার্যালয়ে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সেখানে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। 

পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সৈয়দপুর ফাইয়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ হওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

এসময় ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে আগুন লাগার বিষয়টি রহস্যজনক। ঘটনার মুল কারণ তদন্ত করে দেখা হবে। 

মন্তব্য করুন


Link copied