স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে নীলফামারী পৌরসভার উদ্যোগে ওই সহায়তা প্রদান করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। শহরের কুখাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে ২৫ হাজার করে টাকার সহযোগিতার চেক হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, পৌরসভার প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম প্রমুখ।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, গত বুধবার(১৬ জুলাই) দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় পৌর এলাকার ওই পাঁচ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের মাঝে পৌরসভার জরুরী ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা করে এক লাখ ২৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান ও রতন আলী।