স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে তরুণ প্রজন্মের মাঝে ইতিহাস, চেতনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুরে সদরের টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘তারুণ্যের আলো সেবা সংঘ’ আয়োজনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
তারুণ্যের আলো সেবা সংঘ,নীলফামারী পরিচালক রাশেদুজ্জামান জিহাদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,নীলফামারী জেলা শাখা সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন বানু, সহকারী শিক্ষক জগদীশ চন্দ্র, রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্না বেগম, সহকারী শিক্ষক সুবাস চন্দ্র প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এই আয়োজন তরুণদের মাঝে ইতিহাস সচেতনতা ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই গণঅভ্যুত্থান এদেশের ইতিহাসে এক সাহসিকতার অনন্য দৃষ্টন্ত। যা থেকে নতুন প্রজন্ম গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার বীজ বপন করে গেছেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানা জরুরি।
বক্তব্য শেষে প্রধান অতিথি কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ২০জন শিক্ষর্থীকে পুরস্কৃত করা হয়। এসময় সাধারণ শিক্ষর্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তিনি।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ প্রযোগিতায়র পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকগণদের সাথে নতুন বাংলাদেশের চেনতা বিষয়ক আলোচনা সভা করা হয়।