স্টাফরিপোর্টার,নীলফামারী॥ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।
জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমীর ড.খায়রুল আনাম, সহকারী সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।
এসময় বক্তারা বলেন, ২৪এর জুলাই গণঅভ্যুত্থানের যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। এ ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় জামায়তে ইসলামী সারাদেশে জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।