নিউজ ডেস্ক: কারওয়ান বাজার এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য খুর কামালকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে।
খুর কামালের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র, এক গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ভুক্তভোগীরার জানান, জুমার নামাজ শেষে আম্বর শাহ মসজিদের পাশ থেকে অস্ত্রের মুখে তার মোবাইলটি ছিনতাই করা হয়।
এ ঘটনায় তেজগাঁও থানায় অভিযোগ দায়েরের তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরবর্তীতে রাত ৮টার পর তেজগাঁও থানা পুলিশের উপস্থিতিতে মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়।
সুব্রত বাইন গ্রেপ্তারের পর কারওয়ান বাজার এলাকায় বড় ধরনের চাঁদাবাজি বন্ধ থাকলেও ছিনতাইয়ের ঘটনা অব্যাহত ছিল। খুর কামালকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।