নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালাতে সহযোগিতার ‘মিথ্যা’ অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোয় যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেত থানার দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে যশোর ডিবির একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া।
আটক ইস্কান্দার আলী জনি (৪২) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার মৃত শেখ সিরাজুল ইসলামের ছেলে এবং যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, আইসিটি আইনসহ একাধিক মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি জেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, কুৎসিত ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি সম্প্রতি একটি ফেসবুক লাইভে দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থানকালে তাকে ভারতে পালাতে সহায়তা করেন যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক (বর্তমানে সদস্য সচিব) আনসারুল হক।
এই ধরনের বক্তব্য সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর শামিল বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা দায়ের করা হয়।
এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দলীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে আসছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে ডিবির একটি দল তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে আটক করে।
ডিবি ওসি মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন, শনিবার সকালে ইস্কান্দার আলী জনিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উসকানিমূলক বক্তব্যের কারণে আগেই তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। চলতি বছরের ৮ জানুয়ারি জনি তার ফেসবুক স্ট্যাটাস ও লাইভে দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যুবদলের নেতাদের সহায়তায় ভারতে পালিয়েছেন-যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে সে সময় বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেন।