আর্কাইভ  শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫ ● ২৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে এ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা, ২ জনের মৃত্যু

রংপুরে এ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা, ২ জনের মৃত্যু

হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী

ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারি
হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে নির্বাচন: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে নির্বাচন: প্রেস সচিব

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রংপুরে জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা

সোমবার, ২৮ জুলাই ২০২৫, দুপুর ০৩:৫৯

Advertisement

রংপুর, ২৮ জুলাই ২০২৫: সরকারি- বেসরকারি সেবা প্রতিষ্ঠানে জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন রংপুরে সেবাপ্রদানকারি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। আজ রংপুর জেলা প্রশাসন এর সহযোগিতায় এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত “জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। রংপুর জেলা ও রংপুর সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় অর্ধ শতাধিক অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
 
কর্মশালাটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে জনবান্ধব সেবা নিশ্চিত করতে সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে করণীয় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট, জনবান্ধব সেবা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রনয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
 
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন ‘‘ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল পুরোপুরি পেতে হলে জনবান্ধব সেবার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের একযোগে কাজ করতে হবে। জনসাধারণকে হয়রানিমুক্ত সেবা প্রদান করতে এবং সেবাদানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”  তিনি এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণের বিদ্যমান ধারনা এবং জ্ঞান আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ কর্মশালার মাধ্যমে প্রণয়নকৃত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
 
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কর্মশালার সভাপতি ও সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, রংপুরের জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: মো: আবু ছাঈদ, সমাজসেবার উপপরিচালক অনিল চন্দ্র বর্মন, বিআরটিএ-এর সহকারী পরিচালক মো: শফিকুল আলম সরকার, রংপুর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা প্রমূখ ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন


Link copied