রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। বহু প্রতীক্ষিত এ আয়োজনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ দেখা যাচ্ছে।
২০০৮ সালের ১২ ই অক্টোবর শুরুতে রংপুর বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে নারীজাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার নামে - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরন করা হয়।তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছরেও কোনো সমাবর্তন এর আয়োজন করা হয় নি।
সমাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন অনেকেই।এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে ১২ তম ব্যাচ অংশগ্রহন করতে পারবেন।
সাবেক গনিত বিভাগের শিক্ষার্থী হাবিবা জানান, "প্রথম সমাবর্তনে অংশ নিতে পারা আমাদের জন্য আনন্দের।চার বছরের স্মৃতি নিয়ে বন্ধুেদের সাথে আবার দেখা হবে এটা খুবেই গর্বের ও ভালো লাগার।
নতুন শিক্ষার্থী দিশা রায় জানান," এই সমাবর্তন হবে তাদের জন্য অনুপ্রেরণার উৎস, যা তাদের স্বপ্ন দেখাতে শেখাবে"
উপাচার্য প্রফেসর ড.শওকত আলী বলেন, " আমার কাছে কেউ সমাবর্তন চায় নি। আমি নিজেই উদ্যোগ নিই।আশা করি একটা সুন্দর সমাবর্তন উপহার দিতে পারব।"
নিউজ: আবিদা সুলতানা , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর