স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
বুধবার(৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পৌঁছে দলের স্থানীয় নেতাকর্মীর সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, মহরীন চৌধুরী ২০ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শিক্ষিকা হিসেবে ছাত্র ছাত্রীদের জীবন বাঁচানোর জন্য যে দায়িত্ব পালন করেছেন সেটি অনন্য। বাচ্চাদের জীবন রক্ষায় শিক্ষিকা হিসেবে, মা হিসেবে সত্যিকার অর্থে একজন আলোকিত মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে এখানে এসেছি।
দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপট নিয়ে তিনি বলেন, বিএনপি তার জন্মলগ্ন থেকেই সংস্কারে বিশ্বাসী দল । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের সূচনা করেন এবং খালেদা জিয়া আনেন সংসদীয় সরকার ব্যবস্থা। তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাতিল করে খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন- এটিও বড় একটি রাজনৈতিক সংস্কার। নারীর শিক্ষা, মতায়ন, ভোটাধিকারের বাস্তবায়ন- প্রতিটি ক্ষেত্রেই বিএনপি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়েও ডা. জাহিদ বলেন, ১৯৯৬ সালে জনগণের দাবিতে বিএনপিই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করেছিল। নিজের দলের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বিএনপি। এসময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত দুটি তত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন আয়োজন করেছিল। কিন্তু ডক্টর ইউনুছ এর নেতৃত্বাধীন বর্তমার তত্বাবধায়ক সরকার এক বছরেও তা পারেননি। সংস্কারের নামে যতই সময় পার হবে ততই নির্বাচনকে প্রলম্বিত করা হবে।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ডক্টর ইউনুছ এর নেতৃত্বে অন্তর্বতীকালিন সরকার করা হয়েছিল, যেনো তিনি গুরুত্বপূর্ণ সংস্কার করে তাৎক্ষনিক দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেইসাথে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে বলে দেশের সকল রাজনৈতিক দল অপেক্ষায় ছিল। কিন্তু তিনি সব দিক দিয়ে এখন ব্যর্থ হচ্ছেন। কেনো তিনি সংসদ নির্বাচন দিতে সময় ক্ষেপন করছেন? দেশের জনগণও দ্রুত সংসদ নির্বাচন চায়। যেনো সঠিক নেতৃত্বের মানুষ এই দেশটিকে সামনের দিকে নিয়ে যেতে পারি।
ডাঃ এ জেড এম জাহিদ বিএনপির অধিনে চাঁদাবাজী ছড়িয়ে গেছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার সময় চিন্তা করে বলবেন। চাঁদাবাজী করতে গিয়ে কারা হাতে-নাতে ধরা পড়ছে তা দেশের মানুষ দেখছে। আপনারা (এনসিপি) সদ্য জন্ম গ্রহণ করেছেন। অনেক পথ পাড়ি দিতে হবে সেটির জন্য প্রস্তুতি নিন আপনারা। রাজনৈতিক দলের নাম, প্রতীক, কমিটি ঘোষণা করলে শুধু রাজনৈতিক দল হয়না। একটি রাজনৈতিক দল বিভিন্ন সংগ্রাম, ত্যাগ, শ্রমের প্রেক্ষিতে গঠন হয়। বিএনপি কখনও চাঁদাবাজদের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, একটি মামলা উচ্চ আদালতে আপীলে রয়েছে সেটি নিষ্পতি হলেও দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে দেশ ও সরকার ব্যবস্থাপনা সঠিক পরিচালনার দায়িত্ব নিবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, গোলাম মোস্তফা রঞ্জু, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, আনিছুর রহমান কোকো, আবু সাঈদ চৌধুরী ডিডুসহ জেলা ও জলঢাকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী। সেদিনের দূর্ঘটনায় সময় তিনি নিজের জীবন বিপন্ন করে অন্তত ২০ শিক্ষার্থীর জীবন রক্ষা করেন। ২২ জুলাই বিকেল চারটার দিকে নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি তাঁর নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। #