আর্কাইভ  বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫ ● ২৩ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে বিএনপির স্মরণকালের বিশাল বিজয় র‌্যালি

বুধবার, ৬ আগস্ট ২০২৫, রাত ০৯:১৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে স্মরণকালের বিশাল বিজয় র‌্যালি ও  সমাবেশ করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনসমূহ। বুধবার (৬ আগস্ট) বিকাল সারে ৬টায় জেলা শহরের ডিসির মোড় এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় র‌্যালিটি শুরু হয়। 
এতে প্রধান অতিথি বক্তব্য এবং বিজয় র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা অন্যায়, অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা কখনো টিকে থাকতে পারে না।  জুলাই গণঅভ্যুত্থান প্রমান করে ফ্যাসিস্টশেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। তারা পুনরায় মাথা চারা দেয়ার চেস্টা করছে। তাই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তুহিন উল্লেখ করেন।   তিনি বলেন আগামী নির্বাচনে জনগনের রায়ে বিএনপি সরকার গঠন করতে চায়। এ জন্য তিনি দলের নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়া আহবান জানিয়ে বলেন, আমরা চাই আগামীদিনে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।
 জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সদস্য অ্যাড. আবু মো. সোয়েম, মোক্তার হোসেন, শেফাউল জাহাঙ্গীর আলম ও অ্যাড. কাজী আকতারুজ্জামান (জুয়েল) প্রমুখ। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, মহিলা ,শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
বিশাল র‌্যালিটি ডিসির মোড় থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহর থেকে চার কিলোমিটার অদুরে শহিদ রুবেল চত্বরে গিয়ে শেষ হয়।  

মন্তব্য করুন


Link copied