আর্কাইভ  শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫ ● ২৪ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫

পবিত্র কুরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ: রিয়া মনি

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, রাত ০৯:২০

Advertisement

নিউজ ডেস্ক: আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। 

এদিকে, গত কয়েকমাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে নানা ঘটনা সবারই জানা। এবার আবার আলোচনায় উঠে এলো এই জুটি।

হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম।
 
দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে।

এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।

স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে রিয়া মনি হিরো আলমের পাশে দাঁড়ায়। তার যত্ন নেয়, সুস্থ করে তোলে। যখন সবকিছু ঠিক হবার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির।বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছে। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন হিরো। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। 

এদিকে হিরো আলমের এমন কর্মকাণ্ডের পর মুখ খুললেন রিয়া মনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, পবিত্র কুরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে কিছুক্ষণ যায় মিথিলার কাছে। কোন স্ত্রী এসব মেনে নিবে আপনারাই বলেন? তাই হিরো আলম কে ডিভোর্স দিতে বাধ্য হলাম। 

এরআগে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তার কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব।

কক্সবাজারে থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটা কাজে কক্সবাজারে এসেছি। তবে ঢাকায় গিয়ে আমি হিরো আলমকে ডিভোর্স দেব।কারণ সে আমাকে দেওয়া কথা ভঙ্গ করেছে। কদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে ইতির কাছে গিয়েছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে আমি ভিডিও দিতে পারব।

রিয়া মনি দাবি করেন, হিরো আলম অনেকের সঙ্গেই সম্পর্ক রেখেছে, অথচ রিয়া মনির কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি এসব থেকে বেরিয়ে আসবেন। 

এ বিষয়ে রিয়া মনি বলেন, কদিন আগে হিরো আলম বাসা থেকে বের হচ্ছিল বগুড়া যাবে বলে।সে সেজেগুজে বাসা থেকে বের হলো, কিন্তু গেল ইতির কাছে। এরপর ইতিকে নিয়ে বগুড়া গেছে। বলেন এটা কি কেউ মেনে নেবে?

মডেল ম্যাক্স অভিকেই বিয়ে করবেন জানিয়ে তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিন মাসে অভিকে আমি দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায়, তাহলে আমি অভিকে বিয়ে করব।

মন্তব্য করুন


Link copied