স্টাফরিপোর্টার,নীলফামারী॥ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত সাংবাদিকরা শনিবার(৯ আগষ্ট) দুপুরে জলঢাকা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব সহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম শাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, জলঢাকা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাইদুল হাসান, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ রিয়াদ, সাংবাদিক সংস্থার জলঢাকা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, সাংবাদিক আইনি সহায়তা কেন্দ্র (সাআসক) উপজেলা সভাপতি আল আমিন সহ অনেকে।
সভায় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকান্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই ওইদিন রাতে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা পরিকল্পনা করে নৃশংসভাবে হত্যা করে। একজন সাংবাদিককে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে দেশের স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
এই হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানানো হয়। সেইসাথে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জানান তারা।