আর্কাইভ  শনিবার ● ৯ আগস্ট ২০২৫ ● ২৫ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৯ আগস্ট ২০২৫

সাকিবের উপহারে মুগ্ধ সিরাজ

শনিবার, ৯ আগস্ট ২০২৫, রাত ০৮:৪৪

Advertisement

নিউজ ডেস্ক: এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে ধারাবাহিক পারফরম্যান্সে মাগুরার অজোপাড়া গ্রাম থেকে উঠে এসে বিশ্ব তারকা হয়েছেন তিনি।

কিন্তু ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে বিতর্কে জড়ান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও রাজনৈতিক তকমা তাকে জাতীয় দল থেকে অনেক দূরে সরে দিয়েছে। গত বছরের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

লন্ডনের ক্রাউচ অ্যান্ড ক্রিকেট ক্লাবের এক সন্ধ্যা যেন রূপ নিলো বন্ধুত্বের অনন্য গল্পে। দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ সিরাজউল্লাহ খাদেমের জন্য ক্রিকেটের ব্যাট থেকে শুরু করে বল, হেলমেট, প্যাড, জুতা-সব উপহার দিলেন সাকিব আল হাসান। এমন উপহার পেয়ে সিরাজউল্লাহর আনন্দের শেষ নেই।

বাংলাদেশি বংশোদভূত পর্তুগালের হয়ে খেলা এই ক্রিকেটার ইতোমধ্যে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। সাকিবের কাছ থেকে পাওয়া পুরস্কা নিয়ে সিরাজ লিখেছেন, ‘ধন্যবাদ দোস্ত। জুতা, মোজা-ক্রিকেটের যা যা লাগে, তুই আমাকে সব দিয়েছিস। আমার জীবনে এই প্রথম কেউ ক্রিকেটের সামগ্রী উপহার দিল। তাও আবার এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।’

শুধু উপহারই নয়, সাকিবের আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় শুভকামনাও জানালেন তিনি, ‘সিপিএলে তোকে জানাই শুভকামনা। আর কী বলার আছে। তুই তো জানিসই আমার দোয়া সব সময় থাকে। তুই ভালো খেললে আমরাও ভালো থাকি। তোর খেলাগুলো উপভোগ করি। আশা করি, তুই সামনে আরও ভালো করবি। দোয়া করি।

মন্তব্য করুন


Link copied