স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশন(আইএসটাএফ) কর্তৃক সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা-২০২৫ এর বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহনকারী নীলফামারীর সৈয়দপুরের চারজন কৃতি খেলোয়াড়কে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে ওই সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন, সেপাকটাকরার মহিলা জাতীয় দলের কোচ ববিতা রানী রায়, মহিলা দলের খেলোয়াড় শারমিন আক্তার মিম, মোছা. আইরিন খাতুন এবং পুরুষ দলের খেলোয়াড় অন্তর কুমার রায়। ওই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা ও পুরষ্কার তুলে দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ্ সুফী নুর মোহাম্মদ।
ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) মো. মমতাজুল ইসলামন ও উৎপাদন প্রকৌশলী (পিই) মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষার্থী বার্জিস আলী, চায়না ইসলাম ও মোছা. রুজানা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. সাজেদুর রহমান, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত নীলফামারী জেলা ক্রিকেট কোচ জামিউল আলম বাবলু, ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা আহসান উদ্দিন বাদল, উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলার সহকারী কমিশনার মো. মোজাহারুল ইসলাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফা আক্তার ও অভিভাবক সদস্য মোছা. তারা বেগম সহ সুধীজন, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকারা।