পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে বিরামহীন ভারী বর্ষণে পানিবন্দি মানুষের খোঁজ নিতে পরিদর্শনে আসেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে পাটগ্রাম ও বুড়িমারী ইউনিয়নের পানিবন্দি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেন।
বুড়িমারী ইউনিয়নের রেললাইন সংলগ্ন প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন অসহায় পরিবারগুলো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, বুড়িমারী ইউনিয়ন শাখার জামায়াতের আমীর মোজাম্মেল হক, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হামিদুল ইসলামসহ আরও অনেকে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, ভারী বৃষ্টিপাতে পানিবন্দি মানুষের খোঁজ খবর নিতে সরেজমিনে এসেছি। পানি দ্রুত নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রিসহ সকল ধরনের ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।