স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সারাদেশের ন্যায় নীলফামারীতে আনসার ও ভিডিপি'র উদ্যোগে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম।
এসময় নীলফামারী সার্কেল অ্যাডজুট্যান্ড জোসনা বেগম, ডোমার আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, সদর উপজেলা আনসার ও ভিডিপি'র প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নীলফামারীতেও আনসার ভিডিপি'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী চলবে এ বৃক্ষরোপণ কর্মসূচি। এসব চারা যাতে সুস্থ্য ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠে সে জন্য উপযুক্ত পরিচর্যা করা হবে। এছাড়াও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।