স্টাফ রিপোর্টার: রংপুরের কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকে জেলা ম্যাজিস্ট্রেট রংপুর কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশপ্রাপ্তের অভিযোগে ভায়ারহাট বাজার এলাকা হতে বৃহস্পতিবার রাত ১১টায় গ্রেফতার করে পুলিশ ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আব্দুল লতিফ শাহ জানান, মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট রংপুর কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশপ্রাপ্ত আসামি মোঃ শফিকুল ইসলাম শফি(৪৭) কে গ্রেফতারের পরেই কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আব্দুল লতিফ।