আর্কাইভ  সোমবার ● ১৮ আগস্ট ২০২৫ ● ৩ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৮ আগস্ট ২০২৫

নায়িকার চরিত্রে রুনা খান

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, রাত ১২:১২

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন রুনা খান। এবার প্রথম অভিনয় করতে যাচ্ছেন সিনেমার নায়িকা চরিত্রে।

‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।

নির্মাতা জানান, এরইমধ্যে সিনেমার প্রধান চরিত্র অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়াও প্রায় শেষ। বছরের শেষ প্রান্তে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার আগেই নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।

অভিনেত্রী রুনা খানের কথায়, পরিণত শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরতেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। সে কারণে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র নায়িকা চরিত্রটি বেছে নিয়েছেন। দর্শক পর্দায় আরেকটি নতুন চরিত্রে তাকে আবিষ্কার করুক- এই ভাবনা থেকে অভিনয়ে নিজেকে ভেঙে নতুনরূপ তুলে ধরার চেষ্টা।

এই অভিনেত্রী বলেন, আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প। এমনই এক নায়িকার গল্প নিয়ে মূলত ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মিত হচ্ছে। আমার ধারণা, পরিকল্পনামাফিক কাজটি শেষ করতে পারলে এটি হবে দর্শকমনে ছাপ ফেলার মতো একটি সিনেমা।

মন্তব্য করুন


Link copied