গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলার চাপাদহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে এসিজি, সহযোগিতায় ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা।
সভায় বক্তব্য রাখেন সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, চাপাদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি টিআইএম কামরুল হুদা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল আউয়াল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিভাবকরা সভায় মত দেন— শিক্ষা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, নিয়মিত ক্লাস গ্রহণ, বিদ্যালয়ে তথ্য উন্মুক্তভাবে প্রদর্শন, অভিভাবক সমাবেশ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করাসহ নানা পদক্ষেপ নিলে শিক্ষার মান বাড়বে।
সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা। তিনি শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
অভিভাবকরা আশা প্রকাশ করেন, এই সভা স্থানীয় শিক্ষা খাতে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।