গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব প্রধান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চেয়ারম্যান আবদুল ওহাব প্রধান রিপন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।