নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেয়ার ব্যাপারে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বক্তব্য তার নিজস্ব বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেয়ার ব্যাপারে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বক্তব্য তার নিজস্ব। দলীয়ভাবে এখনও এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
দেশ ভোটের জন্য প্রস্তুত নয় মন্তব্য করে তিনি বলেন, ভোটের পথে বাংলাদেশ চলছে না। চলছে মবের পথে। মব নিয়ন্ত্রণ করতে না পারাতেই বুঝা যায় এ সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি মূলত নির্বাচনকে ব্যহত করা। মব তৈরি করেই জাতীয় পার্টির অফিসে আক্রমণ করা হয়েছে।
তিনি, আমরা কারও পার্টি অফিসে অগ্নিসংযোগ করিনি। হামলা করিনি। কিন্তু আমাদেরকে ৬ থেকে ৭ বার আক্রমণ করা হয়েছে। ৩ বার আগুন দেয়া হয়েছে।
গণ অধিকার পরিষদ দায় এড়াতে পারে না মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, তারাই জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করেছে। গণ অধিকার পরিষদ একটা এজেন্ডা নিয়ে এসেছে। তাদের এই অরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হবে না।
গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণ অধিকার পরিষদের এমন দৃশ্যমান সন্ত্রাসী কার্যক্রমের পরেও তাদের নিবন্ধন থাকার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ ও হামলার কারণে অপরাধীদের দৃশ্যমান বিচার দেখতে চাই। সরকার যদি এ বিচার নিশ্চিত করতে না পারে তাহলে দেশের সব নেতাকর্মীকে নিয়ে ঢাকা অচল করে দেয়া হবে।
‘আমরা ন্যায় বিচার চাই। মামলা করা চিন্তাভাবনা করছি। আমাদের যতবার ভেঙে দেয়া হবে, ততবার আমরা বড় পরিসরে আসবো’, যোগ করেন জাপা মহাসচিব।
এর আগে দুপুরে মহানগর ও জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মামলাবিহীন ক্লিন ইমেজের আওয়ামী সমর্থনকারী জাপার হয়ে নির্বাচন করলে কোনো আপত্তি নেই।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে যখন জাতীয় পার্টি ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনই একটি সংঘবদ্ধ কুচক্রী গোষ্ঠী দোসর আখ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
আওয়ামী শূন্যতায় জাতীয় পার্টির জনপ্রিয়তাকে রুখে দিতে দলীয় কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।