আর্কাইভ  রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫ ● ২৩ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টিকে নিষিদ্ধের চাপ নির্বাচন পেছানোর কৌশল

জাতীয় পার্টিকে নিষিদ্ধের চাপ নির্বাচন পেছানোর কৌশল

আ.লীগের ক্লিন ইমেজের লোকেরা জাপায় এলে মনোনয়ন পাবে: কো-চেয়ারম্যান

আ.লীগের ক্লিন ইমেজের লোকেরা জাপায় এলে মনোনয়ন পাবে: কো-চেয়ারম্যান

বাসর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন নববধূ

বাসর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন নববধূ

স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম

নিত্যপণ্যের চড়া দাম
স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম

রংপুরে গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডে ১০০০ ক্ষুদে শিক্ষার্থী 

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:২৭

Advertisement

মমিনুল ইসলাম রিপন: গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড উপলক্ষে শিক্ষার্থীদের মিলনমেলা হয়ে গেল রংপুরে। তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষায় প্রতিযোগিতার মাধ্যমে সুনাগরিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রতিশ্রুতি দিলেন। 

শনিবার দিনভর এই অনুষ্ঠান হয় রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে। সকাল দশটায় ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। বিতরণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা। গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের উপদেষ্টা বেসরকারি তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিনের সভাপতিতে সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কবি প্রাবন্ধিক ও শিক্ষাবিদ মোনালিসা রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র করসপন্ডেন্ট রংপুর সাংবাদিক ইউনিয়ন-আর পি ইউজে ও রংপুর রিপোর্টার্স  ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর মিউজিক্যাল ব্রান্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অজয় নাথ, শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট  স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা  ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ  শিক্ষার্থী মুঈয মুবাররাত, গ্লোবাল স্টাডিস অলিম্পিয়াডের সিইও শোয়াইব হক শিবতী।

রংপুরের সরকারি বেসরকারি ১৭ টি প্রতিষ্ঠানের এক হাজার ক্ষুদে শিক্ষার্থী আয়োজনে রেজিস্ট্রেশন করেন । শুরুতেই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক তিনটি ক্যাটাগরিতে এক ঘন্টার  অলিম্পিয়াড এবং আইকিউ পরীক্ষা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন,   এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণে আগ্রহী করে তুলবে। জ্ঞানের প্রতিযোগিতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে।
সমাপনী অনুষ্ঠানে রংপুর মহানগর  অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা বলেন, শিক্ষার প্রতিযোগিতায় মনোনিবেশ করতে হবে আমাদের। এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে। 

ওএমআর শিটের মাধ্যমে ফলাফল নিরূপণের পর তিন ক্যাটাগরিতে ৩০ জনকে মেডেল  ক্রেস্ট ও তিরিশ হাজার টাকার প্রাইস মানি উপহার দেয়া হয়। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলে এই আয়োজন। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এই সংগঠনটি ক্যারিয়ার ডেভেলপমেন্টে আরো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

মন্তব্য করুন


Link copied