সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকার উদ্যোগে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অন্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আন্চলিক পরিচালক মো: আবদুর রহিম । বিশেষ অতিখি ছিলেন রংপুর মিলেনিয়াম ষ্টারস স্কুল ও কলেজের অধ্যক্ষ করনেল শামসুজ্জামান , অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, লেখক আনোয়ারুল ইসলাম রাজু,ও শিক্ষা অফিসার শরীফ আহমাদ। ।শুভেচ্ছা কথা বলেন বিশিষ্ট শিল্পপিতি মো: শাহাদৎ হোসেন ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে মো: ইয়ামীম ইসলাম । আলোচনা, স্বরচিত ছড়া কবিতা পাঠ হামদ নাত এবং ইসলামী গানে অংশ নেন , বাদল রহমান , নজরুল মৃধা, জাকির আহমদ , নোমান ফেরদৌস খান, জোসেফ আখতার, আজহারুল ইসলাম আল আজাদ , হাই হাফিজ, রশিদুল ইসলাম চৌধুরী, এমাদ উদ্দিন আহমেদ, ওবায়দুল মজিদ, শরীফ আহমাদ, মামুন উর রশিদ ,বেলায়েত হোসেন , দিনাজী সিরাজ, সুফি জাহিদ হোসেন, সালমা হোসেন পপি, আবদুল কুদ্দুস,এস,এম শহীদুল ইসলাম, সেবু মোস্তাফিজ, আবিদ করিম মুন্না, আসাদুজ্জামন মিলন , লেখক খন্দকার মাহফুজার রহমান , জিন্নাতুন নাহার, নীল রতন সরকার, মেহেদী মাসুদ , রওশন আরা সোহেলী , মুসাফা আখতার বাণু,মো: লুৎফর রহমান, সেলিনা সাত্তার শেলী, আহসান হাবিব রবু, মোঃ:চাঁন মিয়া, জাহিদ হোসেন , এম,ই,এইচ নুর,হাসনাইন রাব্বী, সুলতান আহমেদ সোনা, নাজিয়া জাহান, মনিরুজ্জামন মনির, জুয়েল আহমেদ রাহুল, শোয়েব দুলাল,শরীফ সুমন, রেজওয়ান আহমেদ , মমিনুল পথিক, নীল রতন সরকার, বজলুর রশীদ, নুর মোহাম্মদ সরকার ,নুরুল ইসলাম সরদার আয়েশা কেগম প্রমুখ। পুরো আয়োজনটি উপস্থাপন করেন মাহবুবুল ইসলাম ।