লালমনিরহাট প্রতিনিধি।। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, লালমনিরহাট পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মিশনমোড় সংলগ্ন লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় "হামার বাড়িতে" এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর ওলামাদলের আহবায়ক হাফেজ মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুস ছালাম। সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী মাওঃ মো. গোলাম মোস্তফা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওঃ মো. মফিদুল ইসলাম মিন্টু।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকে হত্যা করে দেশের জনগণের ওপর জুলুম চালিয়েছিল ফ্যাসিষ্ট আ'লীগ সরকার। পরে সেই ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারকে গণঅভ্যুথ্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যেতে হয়। ওলামাদলকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ওলামা সমাজ হচ্ছে সমাজের বিবেক। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আলেম-ওলামাদের সম্মিলিত কণ্ঠস্বর অবশ্যই প্রয়োজন। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে ওলামা সমাজের অগ্রনী ভুমিকা রাখতে হবে।
লালমনিরহাট জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী মাওঃ মো. গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বলেন, "ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রেখে ওলামাদলের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে।
প্রধান বক্তা জেলা ওলামাদলের সদস্য সচিব মাওঃ মো. মফিদুল ইসলাম মিন্টু সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে বলেন, "কমিটিকে শক্তিশালী করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। এই কমিটি হবে বর্তমান সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং জনগণের অধিকার আদায়ের।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে সর্বসম্মতিক্রমে পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মোঃ রাশেদুল ইসলামকে সভাপতি ও আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দিবে।
সম্মেলনে উপস্থিত জেলা ও পৌর ওলামাদল এবং বিএনপি'র অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি অভিনন্দন জানান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।